Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২০

রাজশাহী

 

প্রসঙ্গঃ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)

 

রাজশাহী জেলাঃ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর রাজশাহী জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, রাজশাহী জেলার প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন। এ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন উদ্যোক্তা তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন এবং এ প্রকল্পের সহায়তাই নিম্ননিখিত ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন।

 

                                                  

 

ক্রম

প্রশিক্ষণার্থী নাম

মোবাইল নম্বর

বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসার ধরণ

গৃহিত ব্যবসা/ উদ্যোগ

ঋণ প্রদানকারী ব্যাংক এবং ঋণের পরিমাণ

নতুন

সম্প্রসারণ

 

০১

ইয়াকুব আলী

০১৭৮২১০৭৭৯৩

ডেইরী প্রকল্প

নতুন

-

কর্মসংস্থান ব্যাংক, ১.৫ লক্ষ টাকা

০২

মোঃ রাফিকুল ইসলাম

০১৭৬৪৭৭০০০৫

এ্যাগ্রো প্রসেসিং

নতুন

-

কর্মসংস্থান ব্যাংক, ১ লক্ষ টাকা

০৩

মোঃ রোকনুজ্জামান

০১৭৩৭১০২৩২৯

কৃষি ও মসলা উৎপাদন

নতুন

-

কর্মসংস্থান ব্যাংক, ২ লক্ষ টাকা

০৪

মোছাঃ রিক্তা বানু

০১৭৫৯৪৮৮৬৭০

ডেইরী প্রকল্প

নতুন

-

কর্মসংস্থান ব্যাংক, ১ লক্ষ টাকা

 

 

নারী উদ্যোক্তার নতুন পথচলা শুরু

উদ্যোক্তার নামঃ মাহবুবা আলা নীলা (ব্যাচ নং- ০৩)

উদ্যোগের নামঃ Mate Royal IT

 

ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক স্যার এবং বিভাগীয় পরিচালক, স্যার- যারা এত্ত ব্যাস্ততার মাঝেও মূল্যবান সময় দিয়েছেন, যাদের উপস্থিতিতে Mate Royal IT - ট্রেনিং সেন্টারটির শুভ উদ্ধোধন হয়।
একজন নারী এগিয়ে যেতে চাইলে প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু পারিপার্শ্বিক সহযোগিতা থাকলে সেটাও মোকাবেলা করা সম্ভব। এ উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য ESDP’র প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান স্যার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ ও অফিস কর্তৃপক্ষ, সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তারা আমাদের এত্ত সাহস দিয়েছেন যে আজ আমরা ছোট ভাবে হলেও শুরু করে দেখাতে পেরেছি। রাজশাহীতে কোন বড় শিল্প প্রতিষ্ঠান নেই, কোন বড় কারখানা ও নেই, উদ্যোক্তাদের এইখানে সু্যোগ ও কম। তাও আমরা ছোট ছোট ভাবেই শুরু টা করার চেস্টা করছি।

 

         

 

 

প্রসঙ্গঃ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)

 

নওগাঁ জেলা:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর নওগাঁ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, নওগাঁ জেলায় ৭ দিন ব্যাপী SME মেলার শেষ দিনে ১ম পুরষ্কার গ্রহণ করলেন সাহারা বানু, যিনি ESDP, নওগাঁ এর একজন প্রশিক্ষণ পরবর্তী নতুন উদ্যোক্তা। এখান থেকে প্রশিক্ষণ শেষে তিনি নতুন ট্রেড লাইসেন্স করেছিলেন, এবং অগ্রণী ব্যাংক নওগাঁ শাখা থেকে লোন প্রাপ্তির বিষয়ে সরাসরি সহায়তা করা হয়।এছাড়া তৃতীয় পুরস্কারও পেয়েছেন ৭ম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী।

 

                                           

 

নতুন উদ্যোগের গল্প 

প্রসঙ্গঃ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর নওগাঁ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা রাশেদুল বারি, উদ্যোক্তা নিবন্ধন নং- ৬৪০৪৫৩, নওগাঁ জেলা প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় ব্যাচের একজন প্রশিক্ষণার্থী এবং এখান থেকে প্রশিক্ষণ শেষে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন। তিনি নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করেছেন ভেহিক্যাল সিকিউরিটি অ্যালার্ট সফট্ওয়্যার। ইতিমধ্যে তার উদ্ভাবিত software এর কল্যাণে চুরি হওয়া বেশকিছু মোটরবাইক উদ্ধার হয়েছে। তিনি চান তার এই উদ্ভাবন ছড়িয়ে পড়ুক সারা দেশে। সে জন্যে তিনি উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP) কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

 

    

 

প্রসঙ্গঃ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)

 

সিরাজগঞ্জ জেলা:

আমি মোঃ শাহ আলম সেখ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ , প্রধানমন্ত্রীর কার্যালয়, অধীনে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প সিরাজগঞ্জ জেলার দ্বিতীয় ব্যাচের এক জন উদ্যোক্তা । আমি প্রসাধনী ও পরিষ্কারকরণ পন্য তৈরি কারক ও বাজার জাতকারী। “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে” সিরাজগঞ্জ জেলা থেকে প্রশিক্ষণ গ্রহন করি। আমার এই সপ্ন পুরনের লক্ষে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন  প্রশিক্ষণার্থীবৃন্দ ও অফিস কর্তৃপক্ষ।  আমার প্রতিষ্ঠানকে দেশে গন্ডী পেরিয়ে বিদেশে রপ্তানি করতে বিডা এবং সকলের সহযোগিতা কামনা করি।

 

 

 

প্রসঙ্গঃ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)

 

 

পাবনা জেলাঃ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর পাবনা জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, পাবনা জেলার প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন। এ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জন উদ্যোক্তা তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন এবং এ প্রকল্পের সহায়তাই নিম্ননিখিত ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন।

 

 

Sl

Name and Reg No

Batch No:

Name of Initiative

Loan Amount

Bank Name

Zilla

  1.  

Md. Delwar Jahan

(760250)

2nd

Dairy Farm

2.5 lakh

Karmasangsthan Bank  Ltd

Pabna

  1.  

Md Nurunnobi Shek

(760095)

2nd

 Bedding Products

2 lakh

Karmasangsthan Bank  Ltd

Pabna

  1.  

Md.Nazmul Hosain

(765044)

4th

Agent Banking and Stock BUsiness

2 lakh

Karmasangsthan Bank  Ltd

Pabna