Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২০

ঢাকা

সফল উদ্যোক্তার গল্প

উদ্যোক্তার নামঃ জাকারিয়া হাসান (নিবন্ধন নং- ২৬৩১৭১), ঢাকা জেলা

আলোকচিত্রী হওয়ার স্বপ্ন বুনতে বুনতে স্নাতক পাঠ শেষ করেন। নিজের শুরু সম্পর্কে বলেন, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং প্রথমেই ধন্যবাদ জানাই উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP)’র প্রকল্প পরিচালক জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান স্যার কে, উক্ত সাক্ষাৎকারে প্রকল্প পরিচালকের একটি উক্তি ছিল এমন “ উদ্যোক্তা হতে চাই অসীম সাহসিকতা ও ধৈর্য” বানীটি সরাসরি মোট তিন বার শোনার সুযোগ হয়েছে যেটা আমাকে খুবই অনুপ্রানিত করে। আসলেই উদ্যোক্তা হতে প্রয়োজন “অসীম সাহসিকতা এবং ধৈর্য” টাকা এখানে বড় বিষয় নয় যার প্রমাণ আমি নিজেই। ঢাকা জেলা থেকে প্রশিক্ষণের মাধ্যমে অনুপ্রানিত হই এবং শুরু করার সাহস পাই । আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল সেই ৪-৫ বছর আগে থেকেই ছোট ছোট প্রচেষ্টাও ছিল কিন্তু আর্থিক সমস্যাই, ঝুকি নেয়ার সাহস ও যথাযথ গাইডলাইন এর অভাবে সেভাবে শুরু করতে পারিনি। হতাশা নিয়ে যখন বিদেশ যাওয়ার পরিকল্পনা করি তখনি অনলাইনে “উদ্যোক্তা সৃস্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের” বিষয়ে জানতে পারি, আবেদন করি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রশিক্ষণের জন্য (ব্যাচ-৫, ঢাকা জেলা ) নির্বাচিত হয়ে সফল ভাবে ট্রেইনিং সম্পন্ন করে মাঠে নেমে পরি। বিশ্বাস করুন যখন অফিস নেয়ার চিন্তা করি তখন আমার কাছে এক হাজার টাকাও ছিলনা কিন্তু আল্লাহর রহমতে অফিস নিয়ে ছোট- খাটো ডেকোরেশন প্রায় শেষ করে ফেলছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মতো এত সুন্দর একটি প্রকল্প গ্রহণ করার জন্য। আমার এ উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য ESDP’র প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

 

        

 

গোপালগঞ্জ জেলাঃ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর গোপালগঞ্জ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তাদের নিয়ে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে গত ২৪ নভেম্বর ২০১৯ তারিখে গোপালগঞ্জের সকল ব্যাংক ম্যানেজারদের সাথে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়, এ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত  উদ্যোক্তাবৃন্দ তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন। ব্যাংকের ম্যানেজারগণ ও প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তরের প্রেক্ষিতে নিম্ননিখিত ব্যাংক সমূহ তাদেরকে ঋণ সহায়তা করেন।

 

                               

 

 

 

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এর গোপালগঞ্জ জেলা প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ঋণ সহায়তাপ্রাপ্ত উদ্যোক্তাদের তালিকাঃ

জেলাঃ গোপালগঞ্জ

ক্রম

প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার নাম ও ফোন নম্বর

প্রস্তাবিত ব্যাংকের নাম ও শাখা

তারিখ

প্রস্তাবিত টাকার পরিমাণ

সোহাগ মোল্লা

রাধাগঞ্জ, কোটালীপাড়া, গোপালগঞ্জ

০১৭১১২৮৭৪৮০

অগ্রণী ব্যাংক, কোটালীপাড়া

২৩/১১/১৯ ইং

২০ লক্ষ

আলামিন শেখ

মুকসুদপুর, গোপালগঞ্জ, ০১৭৫২৮৬৪৫১৫

ব্র্যাক ব্যাংক, মুকসুদপুর

২৩/১১/১৯ ইং

১৫ লক্ষ

অনিমেষ গাইন

কোটালীপাড়া, গোপালগঞ্জ

০১৭৭২৯০৬৯৩৬

উত্তরা ব্যাংক,গোপালগঞ্জ

২৩/১১/১৯ ইং

১৫ লক্ষ

মো: নোমান মাহমুদ

কোটালীপাড়া, গোপালগঞ্জ

০১৭১৬২৪০৬৬৬

কৃষি ব্যাংক, চৌধুরীহাট, কোটালীপাড়া

২৩/১১/১৯ ইং

৩০ লক্ষ

আমিনুল হক সাব্বির

কোটালীপাড়া, গোপালগঞ্জ

০১৯০৭৩৮১০৬৮

অগ্রণী ব্যাংক, কোটালীপাড়া

৩১/১২/১৯ইং

২০ লক্ষ

শাহনশাহ রিংকু

বোয়ালীয়া, মুকসেদপুর

০১৭৮০৫৪৫৫২২

কৃষি ব্যাংক, মুকসুদপুর

৩১/১২/১৯ইং

২৫ লক্ষ

নোবেল খন্দকার

কাশিয়ানী, গোপালগঞ্জ

০১৬৮৪৪০৭৯৬৪

কৃষি ব্যাংক,গোপালগঞ্জ

৩১/১২/১৯ইং

৩০ লক্ষ

আশিকুর রহমান

গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ

০১৯২০৩১০৯৭৮

এন.আর.বি ব্যাংক,ঘোনাপাড়া, গোপালগঞ্জ

৩১/১২/১৯ইং

১৪ লক্ষ

মেহেদী হাসান

মুকসেদপুর, গোপালগঞ্জ

০১৭১২৫১৭৬৪২

কৃষি ব্যাংক, মুকসুদপুর

২৬/০১/২০ ইং

১৫ লক্ষ

১০

নুর এ আলম

মুকসেদপুর, গোপালগঞ্জ

০১৭৩১৭১১৪৫৪

সোনালী ব্যাংক, বনগ্রাম

২৬/০১/২০ ইং

২০ লক্ষ

১১

ইমরান হোসেন

মুকসেদপুর , গোপালগঞ্জ

০১৭২৮৩৬৯৯৪০

কর্মসংস্থান ব্যাংক, মুকসুদপুর

২৬/০১/২০ ইং

৫ লক্ষ

১২

তামিম হাসান

খাগাইল,ভেড়ারহাট, গোপালগঞ্জ

০১৭৩১৬৫৬৩৬২

জনতা ব্যাংক, গোপালগঞ্জ

২৩/০২/২০ইং

২৫ লক্ষ

১৩

পলাশ রিজা

গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ

০১৭১১১১৯১৪৪

ডাচ্ বাংলা ব্যাংক, গোপালগঞ্জ

২৩/০২/২০ইং

১০ লক্ষ

১৪

নাঈম হাসান মিয়া উদয়

ঘোনাপাড়া,কাশিয়ানী, গোপালগঞ্জ

০১৭১৯১৬৯৭০৯

ইউ.সি.বি.ব্যাংক, গোপালগঞ্জ

২৩/০২/২০ইং

২০ লক্ষ

১৫

মোহাম্মদ আলী

হাতিয়াড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ

০১৭৯১১৭২১৮১

রুপালী ব্যাংক ,কাশিয়ানী

২৩/০২/২০ইং

১০ লক্ষ

১৬

রিপন মাহমুদ

খাগাইল, ভেড়ারহাট, গোপালগঞ্জ

০১৭৭২৪৩৮৬২৯

এস.আই.বি.এল. ব্যাংক, টুঙ্গিপাড়া

২৩/০২/২০ইং

৫ লক্ষ

 

 

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এর নারায়নগঞ্জ জেলা প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ঋণ সহায়তাপ্রাপ্ত উদ্যোক্তার তালিকাঃ

নারায়ণগঞ্জ জেলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, নারায়ণগঞ্জ জেলার প্রথম ব্যাচের একজন ট্রেনিং প্রাপ্ত উদ্যোক্তা এ সপ্তাহে কর্মসংস্থান ব্যাংক হতে দুই লক্ষ টাকা ঋণ সহায়তা পেয়েছেন।

 

                                            

 

 

মাদারীপুর জেলা:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর মাদারীপুর জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, মাদারীপুর জেলা প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন। এ প্রকল্পের উদ্যোক্তা আবু ইয়ুসুফ মুসা তার ফুড প্রোসেসিং ব্যবসা, ও নারী উদ্যোক্তা শিরীন আক্তার তার মিনি গার্মেন্টস জন্য নিম্নলিখিত ব্যাংক হতে ঋণ সহায়তা পেয়েছেন।

 

                                                      

 

ক্রম

ব্যাচ নং

উদ্যোগের বিবরণ

ঋণের পরিমাণ

ব্যাংকের নাম

জেলা

০১

২য়

ফুড প্রসেসিং

৩ লাখ

কৃষি ব্যাংক, মাদারীপুর

মাদারীপুর

০২

৫ম

তৈরী পোশাক শিল্প

৩ লাখ

কৃষি ব্যাংক, মাদারীপুর

মাদারীপুর

 

 

 

 

 

 

 

শরীয়তপুর জেলা:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর শরীয়তপুর জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, শরীয়তপুর জেলার প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন। এ প্রকল্পের ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, শিল্পি আক্তার বানু যথাক্রমে ডেইরী ফার্ম ও ডিজিটাল প্রিন্টিং ব্যবসার জন্য নিম্নলিখিত ব্যাংক হতে ঋণ গ্রহন করেন এবং মোঃ ইয়াকুব তার ডেইরী ফার্ম এর জন্য নিম্নলিখিত ব্যাংক তাকে ঋণ প্রদান করেন।

 

                                               

 

ক্রম

উদ্যোক্তার নাম ও নিবন্ধন নং

ঋণের পরিমাণ

ব্যাংকের নাম

ব্যাংকের নাম

০১

আব্দুল কুদ্দুস

(৮৬০০৬০)

ডেইরী প্রকল্প

২ লাখ

সোনালী ব্যাংক লিঃ, শরীয়তপুর।

০২

শিল্পী আক্তার বানু

(৮৬০০২৭)

ডিজিটাল প্রিন্টিং

২ লাখ

সোনালী ব্যাংক লিঃ, শরীয়তপুর।

০৩

মোঃ ইয়াকুব আলী

( ৮৬০১৪৩)

ডেইরী প্রকল্প

২ লাখ

কম©সংস্থান ব্যাংক লিঃ, শরীয়তপুর।